দীর্ঘ সময় ধরে সুশান্ত সিং রাজপুত আর অঙ্কিতা লোখন্ডের প্রেমের সম্পর্ক ছিল। একসময় তাঁদের রোমান্সের খবর নিয়ে বলিউডের অলিতে-গলিতে রীতিমতো চর্চা হতো। তাঁরা একে অপরের ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন। টানা ছয় বছর এই প্রেমের গাড়ি চলেছিল। এক শীর্ষস্থানীয় ওয়েবসাইটে সাক্ষাৎকারের সময় অঙ্কিতা তাঁর ক্যারিয়ার এবং সুশান্তকে ঘিরে বেশ কিছু অজানা খবর প্রকাশ্যে এনেছেন। ২০১৪ সালে ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অঙ্কিতার স্বপ্নের অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু এই বলিউড নায়িকা ক্যারিয়ারের থেকে বেশি নিজের ভালোবাসাকে গুরুত্ব দিয়েছিলেন। অঙ্কিতা বলেছেন, ‘প্রেমের কারণে আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি।
২০১৬ সালে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। সুশান্ত আজ নেই। গত বছরের ১৪ জুন গলায় ফাঁস লাগিয়ে এই বলিউড তারকা আত্মহত্যা করেছিলেন। কিন্তু আজও তাঁদের প্রেমের কথা বলিউডে চর্চিত বিষয়। সম্প্রতি অঙ্কিতা এক সাক্ষাৎকারে সুশান্তের সঙ্গে তার প্রেম নিয়ে বেশ কিছু অবাক করার মতো ঘটনা ফাঁস করেছেন।
Feni online 24 radio station
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
সুশান্তের জন্য “হ্যাপি নিউ ইয়ার” ছবির প্রস্তাব ফিরিয়ে ছিলেন অঙ্কিতা
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.