কুমিল্লার মুরাগনগর উপজেলায় এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতা ফারুক আহমেদ বাদশা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুরাদনগরের রহিমপুর আশ্রমের কাছে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাদশাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক আহমেদ বাদশা কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি।
হামলার শিকার ছাত্রদল নেতা ফারুক আহমেদ বাদশা বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে আমি বাবা-মাকে দেখার জন্য মুরাদনগর আসি। আমার বাড়ির রাধুনিমোড় গ্রামে যাওয়ার পথে মুরাদনগর আওয়ামী লীগের আশরাফ মেম্বার ও রুবেলের নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত রহিমপুর আশ্রমের সামনে থেকে ধরে নিয়ে আশ্রমের উল্টোদিকের সড়কের ওপর ফেলে লোহার পাইপ ও লাঠি দিয়ে আমাকে পেটায়। তারা আমাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) হানিফ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ও রক্তাক্ত অবস্থায় বাদশাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি রেজাউল করিমের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি করেছেন।
Feni online 24 radio station
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
মুরাগনগর উপজেলায় ছাত্রদল নেতার ওপর আওয়ামী লীগের হামলা
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.