FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

১:০৫ PM

নাম পরিবর্তন হচ্ছে ফেসবুকের

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে এ পরিবর্তন আসতে পারে। ফেসবুকের নতুন নাম হতে পারে মেটাভার্স। মূলত নিজেদের পুনর্গঠিত করতেই ফেসবুকের এ নাম পরিবর্তনের উদ্যোগ।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর ফেসবুক তাদের কর্মীদের নিয়ে একটি সম্মেলন করে যার নাম ‘কানেক্ট’। চলতি বছরের সম্মেলন আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা। ওই সম্মেলনে ফেসবুকের প্রধান কর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তার আগেই হয়ত নতুন নাম জানা যেতে পারে।
মেটাভার্স নামের অর্থ হলো একটি ভার্চ্যুয়াল জগৎ। যেখানে ইন্টারনেটের মাধ্যমেই এ জগতের সঙ্গে যুক্ত হওয়া যাবে। এ জগৎ বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। ভার্চ্যুয়াল রিয়েলিটি অথবা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে গড়ে ওঠার কারণে এই জগতে ব্যবহারকারীদের নিজেকে আরও জীবন্ত মনে হবে।
এদিকে সম্প্রতি ফেসবুক অনেক ব্যবহারকারীকে নতুন একটি নোটিফিকেশন দিয়েছে। ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ নামে একটি ফিচার ‘টার্ন অন’ বা ‘চালু’ না করলে অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। নোটিফিকেশন পাবার পর ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ফেসবুক প্রোটেক্ট কী এবং কীভাবে কজ করে।

এ বিষয়ে ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে যে, ফেসবুক অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক প্রোটেক্ট নামে নতুন একটি ফিচার আনছে তারা। এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।
প্রথমে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।
নতুন এই ফিচারের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ কারণে আপনার শক্তিশালী নিরাপত্তা দরকার। নতুন এই ফিচারে মাধ্যমে নিরাপত্তা ব্যবহার আরও জোরদার করা সম্ভব।

ফেসবুক প্রোটেক্ট চালু করার সময় এ বিষয়ে বিস্তারিত জানতে লার্ন মোর অপশনে গেলে সেখানে ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে জানানো হয়েছে।


এতে বলা হয়, হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেইজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। এ ধরনের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।
ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয়েছে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই তা জানতে পারবেন। তারা সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ-ইন করে ফেসবুক প্রোটেক্ট চালু করতে পারবেন।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

৪:১৪ PM

ওটিটি প্ল্যাটফর্ম- আনবে আরও প্রযুক্তি, বদলে দেবে ক্রিকেটকে

কুম্বলে এখন আছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের দায়িত্বে। চেন্নাইয়ের গ্রেট লেকস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আয়োজিত এক ওয়েবিনারে ক্রিকেটে প্রযুক্তির প্রভাব নিয়ে কথা বলেছেন সাবেক এ লেগ স্পিনার। তিনি মনে করেন, ক্রিকেটে সামনে প্রযুক্তির প্রভাবটা মেনে নেওয়াই ভালো।

এখন আইপিএলে পাঞ্জাবের কোচ কুম্বলে
এখন আইপিএলে পাঞ্জাবের কোচ কুম্বলে
ছবি: আইপিএল

হক-আইয়ের মতো প্রযুক্তি টেলিভিশন সম্প্রচারকেরা এনেছিলেন। কুম্বলে বলছেন, সামনে আরও নতুন প্রযুক্তি আসবে ওটিটি প্ল্যাটফর্মে খেলার সম্প্রচার মাথায় রেখে, ‘আমার মনে হয় না খেলায় কেবল সম্প্রচারকদের প্রভাবেই প্রযুক্তি আসবে (নতুন)। ফেডারেশনগুলোও উদ্ভাবনী উপায় খোঁজা শুরু করবে নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে। কারণ অনেক বছর ধরেই টেলিভিশন সম্প্রচারকেরাই এসব উদ্ভাবনের ওপর জোর দিয়েছেন, যেটা এই খেলার জন্য দারুণ। এখন আমরা ওটিটি প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি, খেলায় তাই আরও প্রযুক্তি আসবে। সামনের দিকে এগোনোর সময় আমার কাছে সবচেয়ে বড় পরিবর্তন হবে এটাই।’

ভবিষ্যতে প্রযুক্তি ছাড়া আরও গতি নেই, সেটিও মনে করিয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘ক্রিকেটে ডিআরএসের প্রভাব এরই মাঝে স্পষ্ট হয়েছে। আমি নিশ্চিত, ভবিষ্যতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রযুক্তির আরও প্রভাব থাকবে। এসব উদ্ভাবন কাজে লাগানোর ক্ষেত্রে যদি খেলোয়াড়রা এগিয়ে না আসে, তাহলে তারা পিছিয়ে পড়বেন।’

প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নিতেও বলছেন কুম্বলে, ‘আমি জানি, খেলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক আছে। অনেকেই এটাকে অতিরিক্ত মনে করেন, কেউ ভাবেন সেই পুরোনো “বলকে দেখা ও মারার উপায়”টাই সরল। হ্যাঁ, এটা সরল। তবে আমার মনে হয়, প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে না পারলে, এটাকে খেলার আরও ভালো করার কাজে ব্যবহার না করলে পিছিয়ে পড়তে হবে।’

ডিআরএসে সহায়তা নেওয়া হয় হটস্পটেরও
ডিআরএসে সহায়তা নেওয়া হয় হটস্পটেরও
ফাইল ছবি

টেস্টের পর ওয়ানডে, টি-টোয়েন্টির সঙ্গে ক্রিকেটে এখন এসেছে ১০০ বলের ম্যাচ ‘হানড্রেড’-ও। কুম্বলের মতে, ম্যাচের পরিধির সঙ্গে বাড়বে প্রযুক্তির ব্যবহার, ‘সংক্ষিপ্ত সংস্করণে ডেটার ওপর নির্ভরতা বেশি হবে। টেস্টের চেয়ে ওয়ানডে, ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি, এরপর এখন হানড্রেডে আরও বেশি এর ব্যবহার হবে। স্কোয়াড গঠন, কৌশল ঠিক করতে, ‘ম্যাচ-আপ’-এর ক্ষেত্রে এর ব্যবহার বাড়বে। আমরা ‘ম্যাচ-আপ’-এর কথা বলি, এটা দিয়ে দলের কৌশল ঠিক করি। এটাই চালিকাশক্তি হতে যাচ্ছে ভবিষ্যতে।’

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

৪:০৬ AM

সুন্দরী রোজীর ফাঁদে পড়ে আইনজীবী সর্বস্বান্ত

পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার প্রলো’ভনে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাছ থেকে ৫৫ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আইনজীবী এমএবিএম খায়রুল ইস’লামের (৪৭) সঙ্গে প্রতারণায় জ’ড়িত চক্রের দুই সদস্যকে গ্রে’ফতার করেছে পু’লিশের অ’প’রাধ ত’দন্ত বিভাগ (সিআইডি)
তারা হলেন- মো.সাইমুন ইস’লাম (২৬) ও মো. আশফাকুজ্জামান খন্দকার (২৬)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, জাল ভিসা ও জাল টিকিটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জামাদি জ’ব্দ করা হয়। এ চক্রের মূলহোতা অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজী (৩৫)। তাকেও দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।
রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির অ’তিরিক্ত ডিআইজি ই’মাম হোসেন তিনি বলেন, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের কথা বলে দীর্ঘদিন ধরে জাল ভিসা প্রস্তুত করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রবাসী উম্মে ফাতেমা রোজী। তিনি মাঝেমধ্যে দেশে এসে উচ্চবিত্তদের টার্গেট করে আত্মীয়ের ভিসায় অস্ট্রেলিয়া নিয়ে যাবেন বলে প্রলো’ভন দেখান। সপরিবারে গেলে (স্বামী-স্ত্রী’) ২৩ লাখ আর একা গেলে ১৮ লাখ, সে হিসেবে চুক্তি করতেন তিনি। রোজী নিজেকে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন কনস্যুলার জেনারেল হিসেবে মিথ্যা পরিচয় দিতেন।
সিআইডি জানায়, রোজী দেশে থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয় সুপ্রিম কোর্টের আইনজীবী এমএবিএম খায়রুল ইস’লামের। তখন রোজী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট ম’রিসনের কাছ থেকে পুরস্কৃত হন ও পুরস্কারের ছবি ভুক্তভোগীকে দেখান। এতে করে ভুক্তভোগী বিশ্বা’স করতে থাকেন। এরপর অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনমন্ত্রী এলেক্স হাউকির সঙ্গে সুস’ম্পর্ক রয়েছে বলেও জানান রোজী।
এরপর ধাপে ধাপে কাগজপত্র ও ভিসার কথা বলে টাকা নিতে থাকেন। ওই আইনজীবীও রোজীর ফাঁদে পড়ে স্ত্রী’-সন্তানসহ পরিবারের আট সদস্যসহ অস্ট্রেলিয়ায় যেতে চেয়েছিলেন তিনি। এজন্য রোজীর দেওয়া দু’টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৫ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা দেন এ আইনজীবী। টাকা দেওয়ার পর কাগজপত্র ও ভিসা হাতে পেয়ে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পান সবগুলোই ভু’য়া এবং জাল।
অ’তিরিক্ত ডিআইজি ই’মাম হোসেন বলেন, ভুক্তভোগী আইনজীবী প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত ১ জুলাই রাজধানীর খিলগাঁও থা’নায় একটি মা’মলা দায়ের করেন। মা’মলা’টি ত’দন্তের ধারাবাহিকতায় শনিবার বনশ্রী ও শাজাহানপুর এলাকায় অ’ভিযান চালিয়ে এ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রে’ফতার করে সিআইডি।

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

৩:০৫ PM

প্রধানমন্ত্রীর নির্দেশ তিনদিনের মধ্যে বিমানবন্দরে পিসিআর পরীক্ষার ব্যবস্থার

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর পরীক্ষার জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে। বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে (এই শর্ত) দিয়েছে। সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।’

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

৯:০৫ PM

সৌদি প্রবাসী আবুল হাসনাত জাকারিয়া মোহাম্মাদ অপুর ইন্তেকাল

চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়ন কুলাসার গ্রামের আবুল হাসনাত জাকারিয়া মোহাম্মাদ অপু গতকাল ০৪/০৯/২০২১ সৌদি আরবে্র জেদ্দায় শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন,, উনি স্ত্রী ও দুইটা পুত্র সন্তান, মা ও চার বোন রেখে যান, এই শোকাহত পরিবারকে শোক কেটে উঠার শক্তি দেন, আমিন। আমরা প্রবাসীরা একজন রেমিটেন্স যোদ্ধাকে হারিয়ে খুবই মর্মাহত। সব বন্ধু ও প্রবাসী ভাইয়েরা সহ সবাইর কাছে দোয়া কামনা করি।

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

৮:০৫ PM

বিএসএফ’র হাতে আটক বনানী থানার পরিদর্শক

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও ঢাকার বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা থেকে আটক করেছে।
ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে, সীমান্ত টপকে ভারতে প্রবেশের অভিযোগে চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন, এটিএম কার্ড। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই গণমাধ্যমটি আরো বলেছে, প্রাথমিকভাবে গ্রেপ্তার সোহেল রানা জানিয়েছে, বাংলাদেশের গোপালগঞ্জে তার বাড়ি। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আছেন।
দেশে তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তবে ঠিক কি কারণে তিনি সীমান্ত পার হতে চেয়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বিএসএফ ধারণা করছে গাঁ-ঢাকা দেয়ার জন্য সোহেল রানা ভারতে প্রবেশ করেছেন।

এদিকে সোহেল রানা আটকের পর ঢাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ সোহেল রানা সরকারি চাকরিজীবি হয়ে ই-অরেঞ্জের মত প্রতিষ্ঠানের সঙ্গে কিভাবে জড়িত হলেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি থেকে বড় অংকের টাকা আত্মসাত করেছেন এই পুলিশ কর্মকর্তা। ধরা পড়ার ভয়ে তিনি গাঁ-ঢাকা দিচ্ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, সোহেল রানা বৃহস্পতিবার রাত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পরে আর তিনি থানায় আসেননি। ডিএমপির গুলশান জোনের উপ পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবারের পর সোহেল রানা আর থানায় আসেননি। ছুটিও নেননি, রিপোর্টও করেননি। গণমাধ্যম থেকে আমরা খবরটি পেয়েছি। তবে ভারতে আটক ওই ব্যক্তি বনানী থানার পরিদর্শক কিনা সেটি এখনও নিশ্চিত হতে পারিনি।

রবিবার, ২৯ আগস্ট, ২০২১

১০:০৫ PM

বাংলাদেশ সমিতি ফুজিরাহ শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন

WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 2বাংলাদেশ সমিতি ফুজিরাহ শাখার উদ্যোগে গত ২৭ আগস্ট, শুক্রবার ,সন্ধ্যায় ওসানিক হোটেল ও রিসোর্ট খোরফক্কান, সংযুক্ত আরব আমিরাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথির 

বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করলে আমরা বাংলাদেশকে সামনের দিকে 

WhatsApp Image 2021 08 29 at 5.07.59 PM 1

এগিয়ে নিতে পারবো। শুভেচ্ছা বক্তব্যে প্রকৌশলী মাসুদ পারভেজ বলেন বঙ্গবন্ধু বঙ্গ শিশুকাল থেকেই ছিলেন জনদরদি, উদারতা ও মানবসেবক, বাংলাদেশ সমিতি আবুধাবির সেক্রেটারি নাসির তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খোরফক্কান বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তপন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সুজন দাস, বাংলাদেশ সমিতি আবুধাবির দপ্তর সম্পাদক জাকির হোসেন জসিম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই শাখার সভাপতি আইয়ুব আলী বাবুল, সভাপতিত্ব করেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে বলেন বাংলাদেশি সকল প্রবাসী ব্যাবসায়ী ও চাকরি জীবীরা মিলে অসহায় বাংলাদেশি প্রবাসীদের জন্য কাজ করার আহবান করেন

WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 3WhatsApp Image 2021 08 29 at 5.07.59 PM

 

WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 4WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 5

"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.