ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরোধীতা করে বিক্ষোভ কর্মসূচি পালনকালে প্রগতিশীল ছাত্র জোটের কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনায় ছাত্র জোটের কর্মী ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ছাত্র জোটের কর্মীরাা টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ ঘুরে ফের টিএসসিতে আসে। এসময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভকারীদের কাছ থেকে মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয়। এরপর তারা কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানায়। এরই মাঝে ছাত্রলীগের কর্মীদের সাথে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ডাবের খোসা, মোটরসাইকেলের হেলমেট, ইট-লাঠি দিয়ে দুই পক্ষ হামলা-পাল্টা হামলা করে। এরপর ছাত্রলীগের কর্মীরা এগিয়ে গিয়ে ছাত্র জোটের কর্মীদের উপর হামলা করে।
ছাত্র জোট দাবি করেছে, তাদের ১৫/২০জন কর্মী আহত হয়েছে। হামলায় মানবজমিনের ফটো সাংবাদিক জীবন আহমেদসহ বেশ কজন সাংবাদিক আঘাতপ্রাপ্ত হন।
Feni online 24 radio station
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
ছাত্রলীগের হামলা, ছাত্র জোটের মিছিলে আহত ১৫
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.