মাংসের পরিমাণ কম দেয়ায় বিয়ের অনুষ্ঠানে বর-কনে পক্ষের সংঘর্ষ, নিহত ১ - FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

মাংসের পরিমাণ কম দেয়ায় বিয়ের অনুষ্ঠানে বর-কনে পক্ষের সংঘর্ষ, নিহত ১

biye bari

বরিশালের একটি বিয়ে বাড়িতে খাওয়ার সময় মাংসের পরিমাণ কম দেয়াকে কেন্দ্র করে বর-কনে পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর পক্ষের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত আজহার মীর (৬৫) বর সজিব মীরের চাচা।

চাদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ জানান, কয়েক দিন পূর্বে রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজিব মীরের সাথে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালামের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। দুপুরে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে যোগ দিতে কনের প্রায় অর্ধশত আত্মীয় স্বজন রফিয়াদি গ্রামে বরের বাড়িতে আসে। খাবারের সময় মাংসের পরিমাণ কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় আজহার মীর মারা যান।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।


Source: jamuna tv 📺 

"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.