বরিশাল সিটি কর্পোরেশনের আবর্জনা পরিষ্কার করবে না বিসিসির কর্মীরা - FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

শনিবার, ২১ আগস্ট, ২০২১

বরিশাল সিটি কর্পোরেশনের আবর্জনা পরিষ্কার করবে না বিসিসির কর্মীরা

বুধবার রাতে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের পর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ একাধিক কর্মকর্তা কর্মচারীর নামে মামলা হয়। আজ পরিচ্ছন্ন কর্মচারীদের এক মানববন্ধনে বিসিসির মেয়রসহ সকল কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কাজে ফিরবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। গত তিনদিন যাবৎ নগরীর আবর্জনা পরিষ্কার করা থেকে বিরত রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ফলে বরিশাল নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
আজ বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে বিসিসির পরিচ্ছন্নতা কর্মী ও সাধারণ কর্মচারীরা। অর্ধ সহস্রাধিক কর্মচারীর এ মানববন্ধনে অবিলম্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যতায় তারা নগরী পরিষ্কারের কাজে নামবেন না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কর নির্ধারক বেলায়েত বাবলু, বাবুল হালদার এবং পরিচ্ছন্ন কর্মী মাসুদ।

এদিকে গত তিনদিন যাবত ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমছে।

"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.