আজ রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে জিম্যানিস্টকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানান। তিনি বলেন, লকডাউনের মধ্যেও সব ভেন্যুতেই সূচি অনুযায়ী জাতির পিতার নামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে।
লকডাউনের মধ্যেও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসটি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
তিনি আরও বলেন, ‘গেমস নিয়ে আপনারা যে চিন্তাভাবনা করছেন, আমি নিশ্চিত করতে চাই গেমসটি হবে। স্বাস্থ্যবিধি মেনে আমরা কম লোকসমাগমের উপস্থিতিতে রেখে গেমসটি করব। আপনারা এখন পুরস্কার বিতরণী (জিমন্যাস্টিকসের পুরস্কার বিতরণী) অনুষ্ঠানে দেখেছেন যে আমরা একদম বাইরের লোক প্রবেশাধিকার বন্ধ করেছি।
স্বাস্থ্যবিধি মেনে আমরা এই গেমসটি সম্পন্ন করব এবং এই ব্যাপারে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা খেলা চালিয়ে যাচ্ছি এবং সব ভেন্যুতেই খেলা চলবে ইনশাআল্লাহ।
Feni online 24 radio station
রবিবার, ৪ এপ্রিল, ২০২১
বাংলাদেশ গেমস চলবে লকডাউনের মধ্যে
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.