লাইভে এসে নারীর আত্মহত্যার চেষ্টা - FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

রবিবার, ৪ এপ্রিল, ২০২১

লাইভে এসে নারীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে লাইভে এসে গায়ে কোরোসিন ঢেলে আত্মহত্যা চেষ্টাকারী সিরাজগঞ্জের সেই নারী সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য। তিনি বলেন, ‘ফেসবুক লাইভে এসে একজন নারী যে কথাগুলো বলেছেন, তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি মনে করি, এটা রাজনৈতিক প্রতিহিংসা, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার রাজনৈতিক অবস্থান ও মানমর্যদা ক্ষুণ্ন করার জন্য গভীর ষড়যন্ত্র।’
আজ রোববার দুপুরে সিরাজগঞ্জ চেম্বার ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য এ কথা বলেন।
আবু ইউসুফ সুর্য্য বলেন, ‘গতকাল শনিবার আমার স্টেডিয়াম রোডের বাড়িতে উদ্দেশ্যপ্রণোদিত একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি বিব্রত। ফেসবুক লাইভে এসে ওই নারী যে কথাগুলো বলেছেন, তা মিথ্যা ও ভিত্তিহীন ।’
তিনি আরও বলেন, ‘আমি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট। সেই হিসেবে ৬ মাস আগে রায়গঞ্জের সাহেবগঞ্জের ওই নারী ডিসলাইন সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমার সরণাপন্ন হন। বিষয়টি আমাদের চেম্বারের আওতাভুক্ত না হওয়ায় আমি তাকে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান এবং ডিস ব্যবসায়ী নেতাদের সঙ্গে যোগাযোগের পরার্মশ দেই। এরপর আমার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু হঠাৎ গতকাল শনিবার দুপুরে বাসা থেকে ফোনে বলা হয়, একজন নারী আমার বাড়িতে এসে আত্মহত্যার চেষ্টা করছেন। পরবর্তীতে ফেসবুকে দেখতে পাই ওই নারী লাইভে এসে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে একটি গ্রুপের কথা উল্লেখ করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহননের চেষ্টা করছেন। সেই সময় আমার মেঝো ছেলে এসে তাকে রক্ষা করে।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘ওই নারীর বক্তব্য থেকে বোঝা যায় ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ফায়দা লুটের জন্য আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের পেছনে কোনো রাজনৈতিক মহল ইন্ধন দিচ্ছেন। বিষয়টির ব্যাপারে ওই নারীকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।’
জেলা আওয়ামী লীগ সহসভাপতি জানান, তিনি এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে জানিয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এর আগে গতকাল দুপুরে ফেসবুক লাইভে এসে শরীরে কেরোসিন ঢেলে এক নামের এক নারী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই নারী সিরাজগঞ্জ পৌর এলাকার আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ সুর্য্যর বাসভবনে প্রবেশ করে আত্মহত্যার চেষ্টা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লায় ভাড়া বাসায় থাকেন ওই নারী। তিনি একজন ডিস লাইন ব্যবসায়ী। ব্যবসা সংক্রান্ত বিষয়ে দুই নেতাকে মোটা অংকের টাকা দেওয়ার পরও তিনি ব্যবসায়ীক মালিকানা না পাওয়াতে এ কাণ্ড ঘটিয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.