হার্ট অ্যাটাকে মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডনে নিজ বাসায় গতকাল রোববার তার মৃত্যু হয়। পুলিশ বাসার তালা ভেঙে দিলশাদের লাশ উদ্ধার করে।
দিলশাদ ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ফুফাতো ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লন্ডনে অর্থমন্ত্রীর পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত সাংবাদিক রাজিব আহমেদ।
রাজিব জানান, দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। তার পরিবারের বাকি সদস্যরা বাংলাদেশে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। রোববার পুলিশ এসে বাসার দরজা ভেঙে তার লাশ বের করে মর্গে নিয়ে গেছে। লাশ কোথায় দাফন হবে তা পরিবারের সদস্য রা সিদ্ধান্ত নেবেন। পরিবারের সদস্যররা সবাই বাংলাদেশে অবস্থান করায় বিষয়টি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন তদারকি করছে বলেও জানান রাজিব।
হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন্নবী চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। ঢাকা থেকে পাওয়া নির্দেশনা অনুসারে বিষয়টি দেখভাল করছি। লন্ডনের কিছু নিয়মকানুন আছে, সেসব মেনে লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।’
Feni online 24 radio station
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার তালা ভেঙে
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.