ভারতে প্রথমবার এক দিনে করোনা সংক্রমণের সংখ্যা আড়াই লাখের গণ্ডি ছাড়াল। সুস্থতার হার ক্রমশ নিম্নমুখী। একইসাথে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।
রোববার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। এই নিয়ে পর পর চার দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ২ লাখ অতিক্রম করল। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। ভারতে অ্যারটিভ রোগী রয়েছেন ১৮ লাখ ১ হাজার ৩১৬ জন। এখনো পর্যন্ত দেশে ১ কোটি ২৮ লাখ ৯ হাজার ৬৪৩ জন করোনাকে জয় করেছেন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৫০। গত কয়েক দিনে মৃত্যুর হার ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
করোনার বিপুল সংক্রমণ রুখতে প্রতিষেধকের উৎপাদন বাড়িয়ে টিকা প্রদানে জোর দেয়ার কথা শনিবারই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষেধকের জোগানে ঘাটতি নিয়ে ইতোমধ্যেই অভিযোগ করেছে একাধিক রাজ্য। তবে, অভিযোগ কার্যত উড়িয়ে দেয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। গত ২৪ ঘণ্টায় ২৬ লাখ ৮৪ হাজার ৯৪৯ জন ভারতবাসী টিকা গ্রহণ করেছেন। সার্বিক টিকাকরণের সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০ জন।
ইতোমধ্যেই দৈনিক সংক্রমণ ও সুস্থতার ব্যবধান বৃদ্ধিকে ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন। তবে, ‘এখনই দেশে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়নি’ বলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবস্থা ঘোরাল হচ্ছে। শনিবারের পর রোববার উত্তরপ্রদেশে ফের চিকিৎসক ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী। সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস
Feni online 24 radio station
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
ভাঙল সব রেকর্ড, ভারতে এক দিনে করোনা আক্রান্ত ২ লাখ ৬১ হাজার
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.