উত্তরায় রাজউকের অ্যাপার্টমেন্টের বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার করা হয়েছে।
বাসায় একা থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সকালে পুলিশ বাসার দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেছে। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিক উর রহমান বলেন, ‘উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নিজ ফ্ল্যাটে অধ্যাপক তারেক শামসুর রেহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা একই গেটের পাশাপাশি ভবনে থাকি। আজ সকালে ভেতর থেকে তার ফ্ল্যাটের দরজা বন্ধ পেয়ে একাধিকবার খোলার চেষ্টার পর পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
‘তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে, মাথা ঘুরে পড়ে গেলে যেমন হয়, আমরা তেমনই দেখেছি।
ঘটনার সময় তার বাসায় আর কেউ ছিল না। তার স্ত্রী ও এক মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। ’
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সব ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
Feni online 24 radio station
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
শামসুর রেহমানের লাশ দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.