দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে এটা রেকর্ড। এর আগে গত বৃহস্পতিবার ৮ ই এপ্রিল মৃত্যুর রেকর্ড ছিল ৭৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৩৪৩জন।
মোট শনাক্ত ৬ লাখ ৭৮হাজার ৯৩৭জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩৮৩৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ৭২হাজার ৩৭৮জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২৪৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫হাজার ১৮৫টি নমুনা সংগ্রহ এবং ২৬হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৯লাখ ৭৩হাজার৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৩০শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২শতাংশ।
Feni online 24 radio station
শনিবার, ১০ এপ্রিল, ২০২১
দেশে একদিনে রেকর্ড ৭৭ জনের মৃত্যু শনাক্ত হয়েছে ৫৩৪৩জন
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.