ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে পুলিশ আটক করেছে।
রোববার (২৮ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, রোববার বিকেল সাড়ে ৩টায় নিপুণ রায়ের বাসা রায়েরবাজার থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আমি এখন যশোরে অবস্থান করছি। বিকেল সাড়ে ৩টার দিকে কিছু মেয়েরা বাসায় গিয়ে হৈ চৈ করে তাকে ধরে নিচে নামায়।
সেখানে ছেলেরা ছিল। তারা পুলিশ কী না সে পরিচয়ও জানা যায়নি।
কী কারণে আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি গয়েশ্বর। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও জানতে পারেননি।
নিপুণ রায় চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।
Feni online 24 radio station
রবিবার, ২৮ মার্চ, ২০২১
বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আটক
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.