ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সড়ক অবরোধে গুলিতে ৩ জনের মৃত্যু - FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

শনিবার, ২৭ মার্চ, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সড়ক অবরোধে গুলিতে ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সমর্থকদের সড়ক অবরোধে গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় সড়ক অবরোধ করে হেফাজত সমর্থকরা। সন্ধ্যা ছয়টায় দিকে অবরোধকারীদের সড়ক থেকে সরাতে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ফাঁকা গুলি, টিয়ারশেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। সেখানে আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে নন্দনপুর হারিয়া গ্রামের নুরুল আলম (৩৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার বাদল মিয়া (২৪) এবং সদর উপজেলার মঞ্জু গ্রামের সুজন মিয়া (২২) কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.