করোনার সংক্রমণে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ - FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

শনিবার, ২২ আগস্ট, ২০২০

করোনার সংক্রমণে পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৬ জন।

 

এ নিয়ে দেশে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্য দিয়ে করোনা সংক্রমিত দেশগুলোর শীর্ষ তালিকায় পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। আজ শনিবার পর্যন্ত পাকিস্তানে করোনা শনাক্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন।

 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৪০১ জনের শরীরে করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। একই সময় মারা যান ৩৯ জন। 

 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি নমুনা। আগের দিন ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি নমুনা।

৮ মার্চ দেশে করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

bangladesh corona news

 

 

 

"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.