ফেনীতে করোনায় দু’জনের মৃত্যু - FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

সোমবার, ১৮ মে, ২০২০

ফেনীতে করোনায় দু’জনের মৃত্যু

 ফেনীতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। জেলায় তারাই প্রথম করোনায় মৃত্যুবরণকারী। রোববার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শনিবার রাতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে দুই দফা পরীক্ষায় ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে চিকিৎসক-পুলিশ ছাড়াও দুইজন মৃত ব্যক্তি রয়েছেন। এদের একজনের বাড়ি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয়সিংহ এলাকায়। অপরজন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

সূত্র আরও জানায়, শহরতলীর পশ্চিম বিজয়সিংহ গ্রামের পঞ্চাশোর্ধ নারী শ্বাসকষ্ট নিয়ে গত ১১ মে সোমবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিন রাত ৯টার দিকে হাসপাতালে তিনি মারা যান। পরদিন সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডর দীর্ঘদিন লিভার ক্যান্সার, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। প্রায় একমাস যাবৎ তিনি ছুটি নিয়ে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ মে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হলে পজিটিভ আসে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, করোনা পজিটিভ আসা দুইজনের বাড়ি লকডাউন করা হয়েছে।
এখন পর্যন্ত ১ হাজার ১০ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শনিবার পর্যন্ত ৮শ ৭৪ জনের ফলাফল পাওয়া গেছে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরে ২২ জন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগণভূঞায় ৯ জন, সোনাগাজীতে ৬ জন, ফুলগাজীতে ৪ জন, পরশুরামে ৪ জন ও অন্যান্য আরো ৩ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৮ জন সুস্থ ও ২ জনের মৃত্যু হয়েছে।

সংগৃহীত 
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.