![]() |
Eid Mubarak feni online 2020 |
এই রাতে আমলের ব্যাপারে কম বেশ জানি, শুধু শয়তানের ধোকায় বা অবহেলায় তা থেকে বিরত থাকি..!
আসুন, আমলের মাধ্যমে এই রাত টা অতিবাহিত করি যে যা পারি..!
নিজের কাযা নামাজ, নফল নামাজ (সালাতুল হাজত, সালাতুত তাসবীহ, সালাতুল খিজির, তাহাজ্জুত) পড়ি,,,
পাশাপাশি এক্টা নামাজ এমন ও পড়তে পারেন।(২ রাকাত নামাজ, প্রথম রাকাতে সুরা ফাতিহা ১০০ এবং সুরা এখলাস ১ বার।দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ১ বার এবং সুরা এখলাস ১০০ বার। বাকি সব অন্যান্য নামাজের মতই)
খেয়াল করেন এই নামাজে প্রথম রাকাতে (১০০÷৪)=২৫ বার কুরআন খতমের সওয়াব সুরা ফাতিহা পড়ার জন্য, আর দ্বিতীয় রাকাতে (১০০÷৩) = ৩৩.৩৩ (৩৩ বার) কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে সুরা ইখলাসের জন্য। তাছাড়া এই দুইটা সুরার গুরুত্ব ও অপরিসীম। আশা করি ইন শা আল্লাহ এ নামাজ পড়ে দোয়া করলে বা মাফ চাইলে (সবার জন্য মাফ চাইবেন, এতে লাভ বেশি) আল্লাহ সুবহানাহু তায়ালা খালি হাতে ফিরাবেন না।...
এইটা আমার একান্ত নিজস্ব চিন্তা, এতে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করলাম..!
আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, হেফাজতে রাখুক, সুস্থতার সাথে নেক হায়াত দান করুন।