চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা - FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা



সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এক মাস সিয়াম সাধনা করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেন।
তিনি বলেন, “সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে, শুক্রবার, ২৯ শাবান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।
“এমতাবস্থায় শনিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং ২৬ রমজান, ২০ মে বুধবার দিবাগত রাতে লাইলাতুল ক্বদর পালিত হবে।”
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিমরা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছেন।

তবে বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের মহামারীর মধ্যে এক অভূতপূর্ব পরিস্থিতিতে এবারের রোজার সময়টা কাটবে।
মহামারী ছড়ানো ঠেকাতে জামাতে নামাজ বন্ধ থাকায় এবার তারাবির জামাতও হবে না; সমবেতভাবে উৎসবমুখর পরিবেশে ইফতারের দৃশ্যও চোখে পড়বে না।
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.