রাজধানীর দক্ষিণখান থানার পাশে আবদুর রশিদ নামের স্থানীয় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে শর্টগান দিয়ে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম হান্নান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ বুধবারের এই ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন আমিনুল ইসলাম হান্নানসহ আরও ছয়জনকে আটক করেছে পুলিশ। শর্টগানটিও জব্দ করা হয়েছে। তথ্যগুলো নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।
উপ-কমিশনার মো. শহীদুল্লাহ জানান, নিহত আবদুর রশীদের সঙ্গে হান্নানের ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল। এরই জের ধরেই তাকে গুলি করেছেন হান্নান। এরই মধ্যে হান্নানসহ ছয়জনকে আটক করা হয়েছে।
Feni online 24 radio station
বুধবার, ২৪ মার্চ, ২০২১
ব্যবসায়ী আবদুর রশিদকে প্রকাশ্যে গুলি করে হত্যা
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.